- সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ-
১. স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে।
২. ডাবল ক্লিক করে 'অ্যাড অর রিমুভ' অথবা 'আনইনস্টল প্রোগ্রাম' এ ঢুকতে হবে।
এ নির্দিষ্ট প্রোগ্রামটি খুঁজে আনইনস্টলে ক্লিক করতে হবে।
৪. আনইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট করতে হবে।