রেডিওকে মাল্টিমিডিয়া বলা হয় না কারণ, মাল্টিমিডিয়া বলতে বোঝায় এমন একটি মাধ্যম যেখানে একাধিক ধরনের তথ্য, যেমন পাঠ্য, ছবি, ভিডিয়ো, অডিয়ো ইত্যাদি একত্রে উপস্থাপন করা হয়। রেডিওতে শুধুমাত্র অডিয়ো বা শব্দই ব্যবহৃত হয়। এতে কোনো ভিজুয়াল উপাদান যেমন ছবি বা। ভিডিয়ো থাকে না। তাই রেডিও একক মাধ্যম হিসেবে বিবেচিত হয়, এবং একে মাল্টিমিডিয়া বলা যায় না।