ইন্টারঅ্যাকটিভিটি বলতে শুধুমাত্র ডকুমেন্ট বা ভিডিয়ো ফাইলে ইফেক্ট বা এনিমেশন যোগ করাকে বুঝায় না। ফ্লাশ, ডিরেক্টর বা অথরওয়্যারের মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছুকেই আমরা ইন্টারঅ্যাকটিভিটি বলি।