বহিঃপরজীবী দ্বারা প্রোটোজোয়ান রোগ সৃষ্টি হয়। সুতরাং বহিঃপরজীবী নিয়ন্ত্রের মাধ্যমে প্রোটোজোয়া সৃষ্ট রোগ প্রতিরোধ করা যায়।নিম্নে এসম্পর্কে আলোচনা করা হলো-
- প্রাণিকে অপরিষ্কার বা ছত্রাক যুক্ত খাদ্য প্রদান করা যাবে না।
- খামারের ফ্লোর শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে।
- প্রাণিকে যাতে মশা, মাছি ও অন্যান্য পরজীবি আক্রমণ করতে না পারে সে জন্য পরজীবি নাশক স্প্রে করতে হবে।
- বহিঃপরজীবি নিয়ন্ত্রেনের ক্ষেত্রে আইবারমেকটিন ইনজেকশন চামড়ার নিচে প্রয়োগ করতে হবে।
- খামারের জৈবনিরাপত্তা বৃদ্ধি করে হবে। এবং খামারিকে সতর্ক থাকতে হবে।