0 টি ভোট

দুর্যোগ কাকে বলে?

  • দুর্যোগ কাকে বলে? 
  • দুর্যোগ কি ও কেন ঘটে?

1 উত্তর

0 টি ভোট

কম বেশি আমরা সবাই দুর্যোগ নামটির সাথে পরিচিত বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ বেশি পরিচিত এ শব্দেটির সাথে।চলুন এই বিষয় নিয়ে জানা-অজানা তথ্যের বিশ্লেষণ জেনে নেই-

  • দুর্যোগ কি?

দুর্যোগ হলো একটি মারাত্মক পরিস্থিতি যা প্রকৃতি বা মানবসৃষ্ট আপদের ফলে দেখা দেয়।এই পরিস্থিতি চলমান সমাজ জীবনকে গভীরভাবে ব্যাহত করে।

  • দুর্যোগ কাকে বলে?

অন্যভাবে বলা যায়, যখন দীর্ঘমেয়াদী অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টির কারণ হিসেবে মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড কিংবা প্রাকৃতিক অবস্থা দায়ী হয়, তখন তাকে দুর্যোগ বলে।

দুর্যোগের ফলে দেশের শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে থাকে।দুর্যোগ কবলিত এলাকাটি তখন নানা দুঃখ দুর্দশার সম্মুখীন হয়।এতে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে এবং সাধিত হয়ে থাকে।দুর্যোগ কবলিত এলাকার জনসাধারণ সেন্টার (ADPC) এর মতানুসারে - দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক বা মানবসৃষ্ট একটি ঘটনা, যা হঠাৎকরে ঘটতে পারে অথবা ধীরে ধীরে পরিণত হতে পারে এবং যার ফলাফল আক্রান্ত জনগোষ্ঠিকে অবশ্যই ব্যতিক্রমী প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হয়।জাতিসংঘের দুর্যোগ ত্রাণ সংস্থা ইউএনডিআরও (UNDRO) এর মতানুযায়ী, দুর্যোগ কোন এক সময় ও জায়গায় সংগঠিত একটা ঘটনা যার ফলে ঐ আক্রান্ত সমাজ বা জনগোষ্ঠি ভয়াবহ বিপদের সম্মুখীন হয় এবং ভৌত অবকাঠামোসমূহ ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে সামাজিক স্থিতিশীলতা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।এই অবস্থা সম্পূর্ণরূপে অথবা আংশিক কাটিয়ে ওঠা সবার পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

  • দুর্যোগের কারণসমূহ কি কি?

বিভিন্ন কারণে দুর্যোগের সৃষ্টি হতে পারে, যেমন-

  • বন্যা - অতি বৃষ্টি, পলি পড়ে নদী ভরাট, সমুদ্রের জোয়ার, ভূমিকম্প প্রভৃতি।
  •  ভূমিকম্প- ভূপৃষ্ঠের টেক্টোনিকপ্লেটসমূহের পারস্পরিক ধাক্কা, ভূপৃষ্ঠের চ্যুতিও ফাটলে শিলার অবস্থান পরিবর্তন, ভূ-অভ্যন্তরের গলিত লাভা বা গ্যাসের প্রবল ধাক্কা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি।
  •  ঘূর্ণিঝড়- সমুদ্রের উত্তপ্ত তাপমাত্রা, সমুদ্রে সৃষ্টনিম্নচাপ, বায়ুমন্ডলে বাতাসের গতিবেগ একহওয়া প্রভৃতি।
  • খরা- অনাবৃষ্টি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, বৃক্ষনি

  • আপদ কাকে বলে?

আপদ একটি অস্বাভাবিক ঘটনা যা প্রাকৃতিক, মানবসৃষ্ট কারিগরি ত্রুটির কারণে ঘটতে পারে এবং যা মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতিসাধন করতে পারে।

আপদের প্রাকৃতিক কারণগুলো হচ্ছে- সাইক্লোন, বন্যা, ভূমিকম্প, সুনামি, খরা, নদীভাঙ্গন ইত্যাদি এবং মানবসৃষ্ট কারণগুলো হলো ভবনধ্বস, নৌদুর্ঘটনা, অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, কারিগরি ত্রুটি যেমন পারমাণবিক দুর্ঘটনা ইত্যাদি। আপদ দুর্যোগ নয়, বরং দুর্যোগের সম্ভাব্য কারণ এবং একটি আপদ ধীরে ধীরে দুর্যোগে পরিণত হতে পারে।যেমন- ভূমিকম্প একটি আপদ, এ কারণে প্রাণহানিসহ অন্যান্য ভৌত ও সামাজিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে দুর্যোগ দেখা দিতে পারে।মৃদু ভূকম্পন আপদ কিন্তু এতে সাধারণত দুর্যোগ দেখা দেয় না।

  • বিপদাপন্নতা কাকে বলে?

কোনো জনগোষ্ঠীর বা তার কোনো এক বা একাধিক অংশের (ব্যক্তি বা পরিবার) সুনির্দিষ্ট আপদে আক্রান্ত অথবা আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং ঐ আপদ সংঘটনের ফলে সমাজ ও ব্যক্তির জীবন-যাপনের বিভিন ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্ভাব্য মাত্রাকে বিপদাপন্নতা বলে।

বিপদাপন্নতাকে নিম্নরূপে প্রকাশ করা যেতে পারে।

বিপদাপন্নতা সমান হবে- ক্ষতির সম্ভাবনা/সমাজেরসামর্থ্য।

অর্থাৎ এই বিপদাপন্নতা বলতে বোঝায় বস্তুগত, আর্থ-সামাজিক এবং পরিবেশগত বিদ্যমান অবস্থা, যা দুর্যোগের ক্ষয়ক্ষতির আশঙ্কার ইঙ্গিত দেয় এবং যা কোনো ঘটনাকে মোকাবিলা করার জন্য এর সক্ষমতাকে প্রতিকূলভাবে প্রভাবিত করে।আবার একই সঙ্গে এগুলোকে প্রতিরোধ করা বা মোকাবিলা করায় জনগোষ্ঠী অসমর্থ হয়ে থাকতে পারে।সুতরাং বিপদাপন্নতার দুটি দিক রয়েছে।একদিকে তা বিরাজমান আশঙ্কাজনক পরিস্থিতি, অন্যদিকে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় জনগোষ্ঠীর অভ্যন্তরীণ দুর্বলতা, অদক্ষতা ও সীমাবদ্ধতা।

  • দুর্যোগ ঝুঁকি কাকে বলে?

কোনো আপদ বা আপদসমূহ, বিপদাপন্ন জনগোষ্ঠী ও তার আয়, সম্পদ এবং পরিবেশ এই তিন উপাদানের উপর নেতিবাচক সংমিশ্রণের ফলে ক্ষতিকর প্রভাবের যে সম্ভাবনা তৈরী করে তাকে বলে দুর্যোগ ঝুঁকি।

অর্থাৎ সহজে বললে কোনো আপদ ঘটার সম্ভাবনা ও মাত্রা এবং তার ফলে নির্দিষ্ট জনগোষ্ঠীর ক্ষতির সম্ভাবনা এই দুইয়ের পারস্পরিকতাই হলো ঝুঁকি।

ঝুঁকিকে নিম্নরূপে প্রকাশ করা যেতে পারে।

ঝুঁকি সমান হবে আপদ সম্ভাবনা X বিপদাপন্নত

দুর্যোগ বলতে কি বোঝায়?

  • দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কি কি?

দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (১৯৯৭) অনুযায়ীদুর্যোগ ব্যবস্থাপনারধাপসমূহ হলো-

১. প্রতিরোধ- বিপদ/দুর্ঘটনার বাধা প্রদান।

২. উপশম/প্রশমন- পদক্ষেপসমূহ যা কোনো বিপর্যয় বা দুর্ঘটনাজনিত ফলাফলকে কমাতে পারে।

৩. প্রস্তুতি- প্রকৃত জরুরি অবস্থার সময় অধিকতর কার্যকরীভাবে অথবা সময়োচিত সাড়া প্রদানের জন্য পূর্বে গৃহীত পদক্ষেপসমূহ।

৪. সাড়া প্রদান- জরুরি অবস্থায় অত্যাবশ্যকীয় সেবা প্রদান এবং জনগণের ইতিবাচক সাড়া প্রদান।

৫. পুনর্বাসন- একটি জনগোষ্ঠীর সামাজিক এবং অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত অত্যাবশ্যকীয় সেবাসমূহের দ্রুত স্বাভাবিক এবং প্রতিস্থাপনের প্রাথমিক প্রচেষ্টা।

৬. পুনর্গঠন- প্রাতিষ্ঠানিক এবং জনগণের সুযোগ- সুবিধাসমূহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহায়তা প্রদান।

৭. উন্নয়ন- জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং তা বজায় রাখার জন্য ক্রমাগত প্রচেষ্টা।

দুর্যোগের সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব-

  • ১) স্পোর‍্যাডিক কাকে বলে?

যেসব রোগের প্রাদুর্ভাব কদাচিৎ, অনিয়মিত ও আকস্মিকভাবে দেখা দেয় তাদের স্পোর‍্যাডিক বা বিক্ষিপ্ত রোগ বলা হয়।যেমন- অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোব্যাসিলোসিস ইত্যাদি।এসব শ্রেণীর রোগ এককভাবে অথবা কয়েকটি একত্রে হয়ে থাকে।

  • ২) মড়ক কাকে বলে?

কোনো সুনির্দিষ্ট রোগ একই সাথে কতগুলি পশু বা পাখিকে আকস্মিক আক্রান্ত করলে সে অবস্থাকে মড়ক বা আউটব্রেক বলা হয়।যেমন- খুরারোগ, পিপিআর রোগ ইত্যাদিমড়ক আকারে দেখা দেয়।

  • ) এন্ডেমিক কি?

যে সমস্ত রোগ একটি দেশে বা অঞ্চলে স্থায়ীভাবে থাকে এবং সামান্য হ্রাস-বৃদ্ধিসহ পুনঃপুনঃ প্রাদুর্ভাব ঘটায় তাদের এডেমিক রোগ বলা হয়।

আবার, একটি দেশে বা অঞ্চলে পশুর যেসব রোগ স্থায়ীভাবে রয়েছে তাদের এনজুটিক রোগ বলা হয়।

  • ৪) এপিডেমিক কাকে বলে?

কোনো রোগের প্রত্যাশিত ফ্রিকোয়েন্সির অতিরিক্ত হারে প্রাদুর্ভাব ঘটলে তাদের এপিডেমিক রোগ বা মহামারী বলা হয়।এপিডেমিক বা মহামারীর সমনাম মড়ক।পশুর ক্ষেত্রে এ অবস্থাকে এপিজুটিক বলা হয়।যেমন- বাংলাদেশে মানুষের কলেরা এবং গরুতে খুরারোগ এপিডেমিকহিসেবে পরিচিত আছে।

  • ৫) প্যানডেমিক কি?

যখন কোনো এপিডেমিক রোগের ব্যাপক বিস্তার ঘটে এমনকি একই সাথে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন রোগের এ অবস্থাকে বহুব্যাপী বা প্যানডেমিক রোগ বলা হয়।যেমন- উনবিংশতম শতাব্দীর শেষ অংশে রিভারপেস্ট রোগ আফ্রিকা মহাদেশ থেকে পৃথিবীর অন্যানা মহাদেশে ছড়িয়ে পড়ে।এছাড়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সাম্প্রতিককালে প্যানডেমিক রোগ হিসেবে সনাক্ত করা হয়েছে।

  • ৬) বিদেশাগত বা এক্সোটিক রোগ কাকে বলে?

একটি দেশে যে রোগ ছিলনা, বিদেশ থেকে এসে তার প্রাদুর্ভাব ঘটলো সে রোগকে বিদেশাগত রোগ বলে।যেমন- মেষের বলু টাং, এভিয়ান ইনফুয়েঞ্জা ইত্যাদি।

96 টি প্রশ্ন

95 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...