0 টি ভোট

বিভারিজ রিপোর্টের প্রেক্ষাপটসমূহ কি কি?

  • বিভারিজ রিপোর্টের পটভূমি লিখ?

1 উত্তর

0 টি ভোট
  • ভূমিকা-

বিশেষ পরিস্থিতিতে বিশেষ কোনো বিপর্যয়কে মোকাবিলা করার লক্ষ্যে নতুন কিছুর উদ্ভব ঘটে। বিভারিজ রিপোর্টও তার ব্যতিক্রম নয়। ১৯৪১ সালে বিশ্বযুদ্ধজনিত সমস্যা ইংল্যান্ডের আর্থসামাজিক উন্নয়নে বেশ জটিলতার সৃষ্টি করে। যার প্রতিকার ছিল অত্যন্ত প্রয়োজন। তাই নাগরিক সুবিধা সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য গঠিত হয় বিভারিজ রিপোর্ট।

  • পটভূমি বা প্রেক্ষাপট- 

১৯৪১ সালে ২য় বিশ্বযুদ্ধজনিত কারণে ইংল্যান্ডের আর্থসামাজিক সমস্যা মোকাবিলার জন্য সমাজসেবা কর্মসূচির আমূল পরিবর্তন অপরিহার্য হয়ে ওঠে। উক্ত পরিস্থিতি বিবেচনা করে লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী স্যার উইলিয়াম বিভারিজের নেতৃত্বে সামাজিক বিমা ও সংশ্লিষ্ট বিষয়াদির আন্তঃ বিভাগীয় কমিটি গঠন করেন। এরপর বিভিন্ন সরকারি সাহায্য সংস্থা, সামাজিক বিমা, পেনশন, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কার্যক্রমের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় এ কমিটি। সর্বস্তরের কার্যাবলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা - করে ১৯৪২ সালের নভেম্বর মাসে একটি রিপোর্ট পেশ করা হয়। যা সমাজসেবার ইতিহাসে বিভারিজ রিপোর্ট নামে পরিচিত।

  • উপসংহার-

পরিশেষে বলা যায় যে, ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নের ভিত্তি হিসেবে বিভারিজ রিপোর্টকে ধরা হয়। বিশ্বের অন্যান্য দেশের সমাজকল্যাণমূলক আইন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ ও মডেল হিসেবে এটি স্বীকৃত। বিশেষ করে সাবেক ব্রিটেন কলোনীভুক্ত দেশগুলোতে এটি অনুসরণ করা হয়ে থাকে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে ইউরোপের দেশগুলোতে অনুসরণ করা হয়।

96 টি প্রশ্ন

95 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...