- একটা টি-শার্ট ডিজাইন করবো কিভাবে?
- টি-শার্ট ডিজাইন করার উপায়?
- কেন টি-শার্ট ডিজাইন শিখা প্রয়োজন?
বর্তমানে আমাদের অনেকের শখ হয়ে থাকে যে আমরা ব্যান্ড মিউজিক এর অথবা যেকোনো নতুন ডিজাইনের টি-শার্ট কিনবো বা নিজের কাছে জমিয়ে রাখবো।সেটা হতে পারে শিরোনাম বা আফটার ম্যাথ বাংলা কিংবা অ্যাসেস এর।তো আমরা কয়েক জন বন্ধু মিলে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানে গিয়েও সবাই এক ডিজাইনের শার্ট কিংবা টি-শার্ট পড়তে ইচ্ছা প্রকাশ করি।
তাই এই হুটহাট সময়ে ইউনিক টি-শার্ট বাংলায় যাকে গ্রামের শহর গেঞ্জি বলে সেটা পাওয়ার জন্য একজন ডিজাইনারের কাছে আমাদের যেতে হয়।এখন আপনি যদি একজন দক্ষ ডিজাইনার হয়ে থাকেন তাহলে অতি সহজেই এই কাজটা সম্পন্ন করতে পারবেন।আর এতে করে আপনারাও বাড়তি অর্থ কম খরচ হবে।সেই টাকা দিয়ে খাবারের বিল কিংবা ভালো জায়গা ভ্রমণ করে আসতে পারবেন।এছাড়া আপনি নিজেই বিভিন্ন স্টাইলের গেঞ্জি ডিজাইন করে প্রফেশনাল ডিজাইনারদের মতো একটা শপ খুলে ভালো টাকা আয়ও করতে পারবেন।আর এটাতে মূলত সুবিধা হলো এখানে ইনভেস্ট বা পুঁজি কম থাকলেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।এডোবি নামক এ্যাপ বা এমন ইলাস্ট্রেটর এ্যাপগুলার কিছু কাজ আয়ত্তে আনতে পারলেই আপনি ফোনে বা ল্যাপটপে ঘরে বসেই সহজে এই ডিজাইনার হয়ে উঠবেন।আর এসব কাজ শিখার জন্য টাকা দিয়ে তেমন কোনো কোর্স না করলেও চলবে।ইউটিউব বা গুগলের সহায়তা নিয়ে অনেক ভিডিও অথবা তথ্য দিয়ে ডিজাইনার হতে পারবেন।
তাই আজকের এই আর্টিকেলে টি-শার্ট ডিজাইন সম্পর্কে কিছু খুটিনাটি বিষয় তুলে আনার চেষ্টা করবো।জানি না আপনাদের মন কতটুকু জয় করতে পারবো।
96 টি প্রশ্ন
95 টি উত্তর
0 টি মন্তব্য
2 জন সদস্য