উপজেলা বা জেলা পর্যায়ে উপসহকারী কর্মকর্তা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির পড়াশোনা।
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি -
প্রিলির জন্য বই-
১. উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বই
২. সকল প্রাইমারী প্রশ্ন- বাদ যাবে- ম্যাথ, ইংরেজি লিখিত, কম্পিউটার
৩. বিসিএস এর প্রশ্ন- বাংলা, সাহিত্য, ইংরেজি ব্যাকরণ।
প্রোফেসারের জব সলেশন।
লিখিত এর জন্য বই- পূর্বের মতোই তবে এগুলা ৪০+৪০+৪০+৮০ নম্বরের জন্য পড়তে হবে।
সাধারণ জ্ঞানের বই পড়তে হবে- বাংলা, আন্তর্জাতিক ও খেলাধুলা বিষয়ক।
ভাইভা এর জন্য -
প্রথমে স্যারকে সালাম দিয়ে উনার থেকে অনুমতি নিয়ে ভাইভা বোর্ডে প্রবেশ করবেন।এরপর শান্তশিষ্টভাবে রুমে ঢুকে স্যার বসতে বললে চেয়ারে ধীরে সুস্থে বসবেন।তখন স্যার আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে।
নিজের সম্পর্কে জানতে হবে- নাম, নামের অর্থ, নাম দিয়ে বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি, তাদের অবদান, বাবা-মা এর নাম, সেইম।
নিজের সম্পর্কে বিস্তারিত বলতে হবে, নিজের ভালো ও খারাপ গুণ বলেন, কেন চাকরি করবেন? হালাল টাকার জন্য,
নিজ জেলার নাম- নামকরণের ইতিহাস, উপজেলা ও নামকরণ এর ইতিহাস, ইউনিয়ন ও গ্রাম সেইম।
আপনার এলাকার বিখ্যাত কি, বিখ্যাত খাবার, বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তি, মুক্তিযুদ্ধের সময় এলাকা কয় নম্বর সেক্টরের ছিল, সেক্টর কমান্ডার কে ছিলেন,
নিজের এক্সট্রা কারিকুলাম একটিভিটিস- ক্রিকেট বা ফুটবল নিয়ে বিস্তারিত, গান পারেন নাকি? একটা দেশাত্মবোধক গান (আমি বাংলায় গান গাই বা ও আমার দেশেট মাটি) , নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শিখতে হবে, এলাকার বিখ্যাত কোনো গান।যেমন- রংপুরের ভাওয়াইয়া গান।
বাংলাদেশের উন্নয়ন নিয়ে জানতে হবে বিশেষ করে সাম্প্রতিক সময়ের উন্নয়ন নিয়ে।২৪শের আন্দোলনের সময়, কয়জন প্রধান সম্মনায়ক ও নাম।সাবজেক্টিভ পড়া, যেমন- কৃষি উপসহকারী কর্মকর্তার জন্য, লাইভস্টক বা ইন্জিনিয়ারিং বিষয়ক।
সাধারণ জ্ঞান নিয়ে টুকিটাকি পড়তে হবে।যেমন- আন্তর্জাতিক বিষয়গুলা, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, দেশের সাম্প্রতিক বিষয়াবলি, ক্রিকেট ও ফুটবল নিয়ে জানতে হবে।
আপনার টাইয়ের গিটুর নাম কি? নট (Knot)।
কোনো কিছু খেতে দিলে, খাওয়ার সময় শব্দ যেন না হয় সেদিকে খেয়াল রাখা এবং পানি পান করার সময় ধীরে ধীরে পান করা।আর খাবারের জন্য ভাইভা বোর্ডের স্যারকে ধন্যবাদ দেওয়া।মেয়েদের ক্ষেত্রে উঁচু হিল ও ম্যাক-আপ বেশি না করা।
২৪শে গণঅভ্যুত্থানের বইয়ের নাম জানতে হবে।