ভূমিধ্বস রোধে গৃহিত পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপসমূহ নিম্নে আলোচনা করা হলো-
- ১) ভূমিধ্বাসপ্রবণ এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা।
- ২) সম্ভব হলে পাহাড়ি এলাকায় মানব বসতি ও আর্থসামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা।
- ৩) পাহাড়ধ্বসে আগাম সংকেত প্রদান এবং আগাম কার্যক্রমে আত্মবিভাগীয় সমন্বয় জোরদার করা।
- ৪) পাহাড়ি এলাকায় ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা, যার মাধ্যমে যেখানে যে ধরনের কাঠামো প্রয়োজন হবে সেখানে সেরূপ কাঠামো নির্মান করা।
- ৫) পাহাড়ি এলাকায় পরিকল্পিত নিবিড় বনায়ন প্রতিষ্ঠা।
- ৬) উদ্ধার কাজে অংশগ্রহনকারীদের চিহ্নিত করে প্রযোজনীয় প্রশিক্ষণ ও দায়িত্ব প্রদান করা এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রাহে রাখা।
- ৭) আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে দায়িত্ব ও আইনানুগ অধিকার দিতে হবে যাতে তারা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।