0 টি ভোট

পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করতে হয় কেন?

1 উত্তর

0 টি ভোট

রাক্ষুসে মাছ পুকুর থেকে অপসারণ করা জরুরি। কেননা রাক্ষুসে মাছ যেমন- বোয়াল, শোল, চিতল, ফলি, গজার ইত্যাদি আকারে অনেক রড় হয়।কারণ এরা চাষের মাছকে অনেক সময় সরাসরি খেয়ে ফেলে। এরা চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুই কমিয়ে দেয়। এর ফলে মাছের তেমন ভালো উৎপাদন পাওয়া যায় না। তাই পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করতে হয়।

96 টি প্রশ্ন

95 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...