রাক্ষুসে মাছ পুকুরে চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতেই ভাগ বসায়।এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে গ্রায়। এজন্য পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করা প্রয়োজন। সাধারণত তিনটি পদ্ধতির মাধ্যমে পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করা যায়। যথা- ১. পুকুর শুকিয়ে, ২. জাল টেনে এবং ৩. মাছ মারার বিষ ব্যবহার করে।