মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পোনা ছাড়া হয়। এ অবস্থায় মাছের জন্য শুধু প্রাকৃতিক খাদ্যই যথেষ্ট নয়, সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। কারণ অধিক ঘনত্বের পোনার জন্য অধিক খাদ্য উপাদান প্রয়োজন যা সবসময় প্রাকৃতিক খাদ্যে মজুদ থাকে না। এজন্য মাছ চাষে শুধু প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়।