দূরবর্তী স্থানে পলিথিন ব্যাগে পোনা পরিবহনে অক্সিজেন ব্যবহার করা হয়। কারণ দূরবর্তী স্থানে পলিথিন ব্যাগে অক্সিজেনের অভাব হয়। আমরা জানি প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মাছ ফুলকার সাহায্যে পানিতে দূরীভূত অক্সিজেন গ্রহণ করে। পলিব্যাগে ৩ ভাগের ১ ভাগ পানি ও ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করতে হয়।