মৎস্য অভয়াশ্রম হচ্ছে কোনো একটি পানিপূর্ণ জলাভূমি বা এর কোনো নির্দিষ্ট অংশ যেমন- কোনো হাওর, বিল বা নদীর কোনো অংশ যেখানে বছরের নির্দিষ্ট সময় বা সারা বছর বা দীর্ঘ মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ করা হয়।অনেক সময় উক্ত নির্দিষ্ট স্থানে মাছ আহরণ যেন না করা যায় এ জন্য গাছের ডালপালা, বাঁশ ইত্যাদি স্থাপন করা হয়।এতে করে মাছ সেখানে নিরাপদ আশ্রয় পায়, মুক্তভাবে বিচরণ করতে পারে ও অবাধে প্রজনন ঘটাতে পারে।