0 টি ভোট
গোলকৃমি কিভাবে সংক্রমণ করে?

যেসকল কৃমি প্রাণির পাকস্থলিতে বসবাস করে এবং শরীরের বিভিন্ন ক্ষতি করে তাদেরকে স্টোমাক ওয়ার্ম বা পাকস্থলির কৃমি বলা হয়। হেমোনকাস প্রজাতিভুক্ত কৃমিগুলোকে স্টোমাক ওয়ার্ম বলা হয়। এই প্রজাতির কৃমি রক্ত খাদক, সাদা ডিম্বাশয় রক্তে ভরা লাল অস্ত্রের চারপাশে কয়েলযুক্ত থাকে। প্রাপ্ত বয়স্ক স্ত্রী কৃমির লাল ও সাদা রং এর সমন্বয়ের জন্য "বারবার পোল ওয়ার্ম নামে পরিচিত। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবদেশেই রোমন্থক পশুতে এই কৃমির সংক্রমণ ঘটে। এর প্রধান চারটি প্রজাতি হলো: H. contortus, H. placei, H. similis, H. longistipe. 

নিচে এই ধরনের কৃমির ক্ষতিকর প্রভাব উল্লেখ করা হলো-

  1. পোষকের দেহ থেকে রক্ত শোষণ করে।
  2. রক্ত শোষণ করার ফলে হেমোরেজিক অ্যানিমিয়া সৃষ্টি হয়।
  3. রক্তাল্পতায় রক্তের প্রোটিন হ্রাসের ফলে হাইপোপ্রোটিনিমিয়া হয়।
  4. রক্তের প্রোটিন হ্রাসের কারণে সাব ম্যান্ডিবুলার এডিমা বা বোটল জ্ব দেখা দেয়।
  5. অ্যাবোমেজামের গ্রন্থিতে মাইগ্রেশন ও পূর্ণবয়স্ক কৃমি অ্যাবোমেজাম ছিদ্র করার ফলে অ্যাবোম্যাজাইটিস সৃষ্টি হয়।
  6. অ্যাবোমেজামের প্রদাহের কারণে খাদ্যে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস হজম ও শোষণে ব্যাঘাত সৃষ্টি হয়।
  7. দেহে প্রোটিন ও লৌহ বা আয়রন হ্রাসের কারণে দৈহিক ওজন কমে যায়।
  8. প্রাণীর সবধরনের উৎপাদন কমে যায়। 
  9. খাদ্য গ্রহণে অনীহা দেখা দেয়।
0 টি ভোট
গরুর পেটের কৃমির ক্ষতিকর প্রভাব কি?

নেমাটোডস বা রাউন্ড ওয়ার্ম নির্দিষ্ট প্রজাতির উপর ভিত্তি করে কতিপয় উপায়ে সংক্রমিত হতে পারে।নিচে নেমাটোডস এর সংক্রমিত হওয়ার পদ্ধতিসমূহ আলোচনা করা হলো-

  • ১. দূষিত মাটি বা মলের সরাসরি সংস্পর্শে-

ইনজেশনঃ দূষিত মাটি ও মলের সংস্পর্শে প্রাণির দেহে নেমাটোড এর ডিম বা লার্ভা প্রবেশ করতে পারে। এটি হলো হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, হুইপওয়ার্ম এর সাধারণ সংক্রমন পদ্ধতি।

ত্বক বিদারণঃ কিছু নেমাটোড, যেমন- হুকওয়ার্ম, ত্বক বিদারণের মাধ্যমে দেহে সংক্রমিত হয়।

  • ২. ইন্টারমিডিয়েট হোস্ট এর মাধ্যমে-

আর্থ্রোপড বাহকের মাধ্যমেঃ অনেক নেমাটোডস, যেমন- ফিলারিয়াল ওয়ার্মস এর জীবনচক্র সম্পন্ন করতে ইন্টারমিডিয়েট হোস্ট যেমন- মশার প্রয়োজন হয়। গোলকৃমির লার্ভা ইন্টারমিডিয়েট হোস্টে ডেভেলপড হয় ও পরবর্তীতে এই হোস্ট অর্থাৎ মশার কামড়ের মাধ্যমে প্রাণিতে গোলকৃমি সংক্রমিত হয়।

অন্যান্য প্রাণিঃ কিছু নেমাটোড অন্যান্য প্রাণিদেরকেও ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে ব্যবহার করে।

  • ৩. দূষিত পানি-

ইনজেশনঃ পশু প্রায়শ গোলকৃমির ডিম বা লার্ভাযুক্ত দূষিত পানি পান করার মাধ্যমে সংক্রমিত হতে পারে। দূষিত পানি পান করার মাধ্যমে পশু সাধারণত ফুসফুস ও কিডনির কৃমি দ্বারা আক্রান্ত হয়।

  • ৪. মাংসের মাধ্যমে-

মাংসাশী প্রাণি যেমন- কুকুর, শিয়াল ইত্যাদি নেমাটোডে আক্রান্ত প্রাণির আক্রান্ত টিস্যু ভক্ষণ করলে নেমাটোড সংক্রমিত হতে পারে।

  • ৫. বাতাসের মাধ্যমে-

বাতাসের মাধ্যমেও গোলকৃমি সংক্রমিত হতে পারে। যেমন- মানুষ ও ঘোড়ার পিনওয়ার্ম এর ডিম।

  • ৬. জন্মপূর্ব সংক্রমন-

গর্ভফুল ও উলানের মাধ্যমে সংক্রমিত হয়। যেমনঃ হুকওয়ার্ম, টক্সোকেরা ভিটুলোরাম

0 টি ভোট
কাগজের নথির পরিবর্তে ওয়ার্ড প্রসেসর ব্যবহার সুবিধাজনক কেন?

কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল সংরক্ষণ করা সহজ। এটি জায়গা কম নেয় এবং দ্রুত খোঁজ করা যায়। অফিস ব্যবস্থাপনায় কাগজের নথি বা ফাইল ব্যবস্থাপনার তুলনায় ওয়ার্ড প্রসেসিং ফাইল ব্যবস্থাপনা অধিক সহজ এবং সুবিধাজনক।

0 টি ভোট
আধুনিক অফিস ব্যবস্থাপনায় ফাইল ব্যবস্থাপনার গুরুত্ব কি?

আধুনিক অফিস ব্যবস্থাপনায় ফাইল ব্যবস্থাপনা অপরিহার্য। এটি অফিসের কাজকে দ্রুত ও কার্যকর করে তোলে। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে ফাইল ব্যবস্থাপনা কাগজের ব্যবহার কমায়। ফলে পরিবেশবান্ধব আধুনিক অফিস ব্যবস্থাপনা গড়ে তোলা যায়।

0 টি ভোট
ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে দুইটি পার্থক্য লিখ?

ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়‍্যারের মধ্যে দুইটি পার্থক্য নিম্নরূপ-

  • ওয়ার্ড প্রসেসর:-

১. এটি হচ্ছে লেখালেখির জন্য  সফটওয়্যার।

২. এটি ব্যবহার করে গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণি, গ্রন্থপঞ্জি, রেফারেন্স ইত্যাদি কাজ অল্প সময়ে করা যায়।

  • আর স্প্রেডশিট সফটওয়্যার-

১. এই সফটওয়‍্যারটি হলো হিসাব-নিকাশ করার একটি সফটওয়্যার।

২. এর সাহায্যে দৈনন্দিন হিসাব-নিকাশ, বাজারের হিসাব, আয়কর, বাজেট প্রণয়ন ইত্যাদি কাজগুলো অল্প সময়ে করা যায়।

0 টি ভোট
ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কি?

একই ধরনের কাজ বারবার তৈরি না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যায়। এতে করে যেকোনো প্রয়োজনে যে কোনো সময়ে সেটি পুনরায় ব্যবহার করা যায়, যা সময় সাশ্রয়ী ও সহজ।

0 টি ভোট
ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কিভাবে লেখাকে আকর্ষণীয় ও নান্দনিকভাবে উপস্থাপন করা যায়?

ওয়ার্ড প্রসেসরের সাহায্যে নতুন লেখা প্রবেশ করানো, লেখা পুনর্বিন্যাস করা, ফন্টের আকার ও রূপ পরিবর্তন, লেখা রঙিন করা, ছবি, চার্ট, গ্রাফ ইত্যাদি যোগ করা সহ বিভিন্ন স্টাইল ব্যবহার করে লেখাকে আকর্ষণীয় ও নান্দনিকভাবে উপস্থাপন করা যায়।

0 টি ভোট
ওয়ার্ড প্রসেসরের সাহায্যে কিভাবে মাল্টি টাস্কিং করা যায়?

ওয়ার্ড প্রসেসরে একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। প্রয়োজনবোধে এক ডকুমেন্ট থেকে দরকারি তথ্য কপি করে অন্য ডকুমেন্টে পেস্ট করে ব্যবহার ও সম্পাদনা করা যায়।

0 টি ভোট
ফাইন্ড-রিপ্লেস কমান্ডের কাজ কি?

ওয়ার্ড প্রসেসরে ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে সহজে সুনির্দিষ্ট কোনো তথ্য, শব্দ বা বাক্যাংশ অল্প সময়ে খোঁজা যায় এবং তা প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা যায়।

0 টি ভোট
গবেষণাপত্রে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে কি ধরনের কাজ করা যায়?

গবেষণাপত্রে ওয়ার্ড প্রসেসরের অনেক ব্যবহার দেখা যায়। বিষয়বস্তুর সারণি, রেফারেন্স, ছবির তালিকা তৈরি, গ্রন্থপঞ্জি ইত্যাদি কাজ খুব সহজে ও স্বল্প সময়ে সম্পাদন করা যায়।

0 টি ভোট
স্পেল চেকার কি? ব্যাখ্যা করো?

একটি টুল যা ডকুমেন্টে ব্যবহৃত শব্দগুলোর বানান পরীক্ষা করে। এটি ভুল বানান চিহ্নিত করে সঠিক বানান প্রস্তাব করে। উত্তর: স্পেল চেকার হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে সংযুক্ত এর সাহায্যে সহজেই ও স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায়।

0 টি ভোট
কম্পিউটারে ডুকমেন্ট সংরক্ষণ করে রাখার দুটি সুবিধা উল্লেখ করো?
কম্পিউটারে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখার দুটি সুবিধা হলো-

১. সংরক্ষিত ডকুমেন্ট প্রয়োজনে যেকোনো সময় ব্যবহার করা যায়।।

২. ডকুমেন্ট সংরক্ষণ করে তা যেকোনো সময়, যতবার ইচ্ছা। ততবার প্রিন্ট করা যায়।
0 টি ভোট
ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়?

ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় সংরক্ষিত ডকুমেন্ট প্রেরণ করতে পারি। পাশাপাশি আমরা একই ব্যক্তির কাছে একাধিক ডকুমেন্ট কিংবা একাধিক ব্যক্তির কাছে একই ডকুমেন্ট একই সময় পাঠাতে পারি।

0 টি ভোট
ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখালেখি কাজের সুবিধা লিখ?

ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখালেখি কাজের দুটি সুবিধা হলো-

১ নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়।

২. ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি যোগ করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায়।

0 টি ভোট
ওয়ার্ড প্রসেসরে কিভাবে লেখাকে উপস্থাপন করা যায়?

ওয়ার্ড প্রসেসরে যেভাবে লেখাকে উপস্থাপন করা যায় তা হলো-

১. লেখার আকার ছোট-বড় করা।

২. রঙিন করা।

৩. লেখা বক্স আকারে অথবা বিভিন্ন আকৃতিতে উপস্থাপন করা।

"Sharif" র কার্যক্রম

স্কোরঃ
5,760 পয়েন্ট (র‌্যাংক # 1 )
প্রশ্নঃ
95
উত্তরঃ
94
মন্তব্যসমূহঃ
0
ভোট দিয়েছেনঃ
0 টি প্রশ্ন, 0 টি উত্তর
দান করেছেন:
0 সম্মত ভোট, 0 অসম্মত ভোট
প্রাপ্তঃ
0 সম্মত ভোট, 0 অসম্মত ভোট
...